ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে তারিক সাঈদের কম্বল বিতরন

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে তারিক সাঈদের কম্বল বিতরন
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সবাই যখন ঘুমানোর জন্য ব্যস্ত ঠিক তখনই ছিন্নমূল ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন মানবতার নেতা ঢাকা দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত রাজধানীর শান্তিনগর, কমলাপুর রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন।

 

জানা যায়, করোনা মহামারী থেকে শুরু করে জাতির প্রতিটি ক্লান্তি লগ্নেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারিক সাঈদ।

 

বৃহস্পতিবার কম্বল বিতরন শেষে তারিক সাঈদ বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এ দেশকে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে, এবং এ দেশে যেন একটি মানুষও ভাতে, কাপড়ে কষ্ট না পায় সে লক্ষে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাব, গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এ সময় বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকসহ, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ