ছাত্র ধর্ষণের অভিযোগে বরিশালে কওমী মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

ছাত্র ধর্ষণের অভিযোগে বরিশালে কওমী মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল: মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে কওমী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে বরিশাল কোতয়ালী থানা পুলিশ। আটককৃত শিক্ষকের নাম আরিফুল ইসলাম। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের রূপাতলী দারুসসুন্নাহ্ কওমী মাদ্রাসার শিক্ষক। ওদিকে গুরুত্বর অসুস্থ শিশুটিকে আজ (৮ সেপ্টেম্বর) দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হুদা। তিনি জানান, বলাৎকারে অসুস্থ শিশুটিকে সার্জারি থেকে ওসিসিতে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ধর্ষিত ওই ছেলের পিতা ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া মিস্ত্রি বাড়ির বাসিন্দা জানান, কোরআনে হাফেজ করার জন্য তার ছেলেকে দুইবছর আগে রূপাতলী দারুস সুন্নাহ্ কওমী মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে সে আবাসিক ছাত্র হিসেবে থাকতো। সোমবার (৭ সেপ্টেম্বর) ছেলের সাথে দেখা করতে মাদ্রাসায় যায় তার মা। সেখানে তার মা জানতে পারেন, মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে আমার ছেলেকে বলাৎকার করেছে। এমনকি ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার ব্যবস্থা করেনিন।

দারুস সুন্নাহ্ কওমী মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা মজিবর রহমান জানিয়েছেন, শিশু বলৎকারের কিছু জানতেন না তারা। তারা জেনেছেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে নিয়ে গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে শিশুটির অভিভাবকের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তিনি জানান, আদালত গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরণ করেছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ