ছাত্রাবাসে ধর্ষণ: ৫ দিনের রিমান্ডে সাইফুর ও অর্জুন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

ছাত্রাবাসে ধর্ষণ: ৫ দিনের রিমান্ডে সাইফুর ও অর্জুন
নিউজটি শেয়ার করুন

 

সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি সাইফুর ও আরেক আসামি অর্জুন লস্করের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার এ দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের এপিপি খোকন কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামি পক্ষের কোন আইনজীবী ছিলো না।

 

অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার বেলা ১১টা থেকে আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারার প্রিজন ভ্যানে করে বেলা ১১টা ৪০ মিনিটে সাইফুর ও অর্জুনকে আদালতে নিয়ে আসা হয়। এরপর দুপুর ১২টার দিকে আদালত এই আদেশ দেন।

 

এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ছাতকের সীমান্তবর্তী খেয়াঘাট থেকে সাইফুর এবং ভারতে পালিয়ে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের কাছের একটি গ্রাম থেকে অর্জুনকে গ্রেফতার করা হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ