ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূ স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় কলেজ ছাত্রলীগ নেতা সাইফুরসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) জ্যোতির্ময় সরকার।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া দম্পতিকে জোরপূর্বক ধরে নিয়ে আসে ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী। পরে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে।
রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই দম্পতিকে উদ্ধার করে, তবে এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। কিন্তু মধ্যরাতে ছাত্রাবাসের সাইফুর রহমান নামের কলেজ ছাত্রলীগের ওই নেতার কক্ষ থেকে বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়। জব্দ করা অস্ত্রের মধ্যে একটি পাইপগান, চারটি রামদা এবং দু’টি লোহার পাইপ রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক