ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় ট্রেনে কাটা পড়ে সম্রাট হোসেন আকাশ নামের এক তরুণ নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফার্মপাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্রাট চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটে একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। ফার্মপাড়ায় ভাড়া বাসা থাকতেন তিনি। জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে তিনি।
স্টেশন মাস্টার মিজানুর বলেন, রাতে শহর থেকে বাসায় ফিরছিলেন সম্রাট। ফার্মপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় একসঙ্গে দুদিক থেকে দুটি ট্রেন আসে। সম্রাট একদিকের ট্রেনলাইনে দাঁড়িয়ে ছিলেন।
তিনি আরও বলেন, মালবাহী ট্রেনের শব্দের কারণে অন্য ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি। এতেই ঘটে দুর্ঘটনা। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সরাসারি সম্রাটকে ধাক্কা দেয়। ছিটকে পড়ার পর ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় তার দেহ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক