ঢাকা ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: চীনে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরো দু’জন। সোমবার (২১ নভেম্বর) হেনান প্রদেশের ওই কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক