চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী
নিউজটি শেয়ার করুন

 

চোখের চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন। শুক্রবার (২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

 

এর আগে, গত জুলাই মাসে অর্থমন্ত্রী চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন । কিন্তু করোনা মহামারীর কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতায় তখন যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি তিনি। তাই অর্থমন্ত্রীর এখন ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়।

 

আগামী ১৬ অক্টোবর এমিরেটসের একটি ফ্লাইটে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ