ঢাকা ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এম.এ. গনি মোক্তারের স্বরনে ফুলপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাখার ইউনিয়নের আশুরাইল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান কচি।
ঝিমিয়ে পড়া ক্রিড়াঙ্গনকে জাগ্রত করে সমাজ থেকে মদ, জুয়া, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্ম থেকে সোচ্ছার হতে আশুরাইল যুব সংঘের উদ্যেগে চালু করা হয় এই টুর্নামেন্ট।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান কচি বলেন, দীর্ঘদিন ইউনিয়নে বড় কোন আসর না চলায় ক্রিড়াপ্রেমিরা অনেকটা ঝিমিয়ে পড়েছে। খেলার পাশাপাশি সমাজ থেকে নানা অপকর্ম মাদক ও ইভটিজিং থেকে দুরে থাকতে আমাদেরকে সজাগ থাকতে হবে। পড়াশুনার সাথে নিজেদের প্রতিভা বিকাশ করে ভাল খেলোয়াড় হয়ে জাতীয় মানের কোন খেলোয়াড় এই ইউনিয়ন থেকে বের হয়ে আসুক সেই কামনা করছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক