ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে যৌন হয়রানীর চেষ্টার ঘটনায় বাসচালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার সকালে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি জানান, বাসচালক সিআইডি নানা কৌশলে শহীদ মিয়াকে ঢাকা থেকে সুনামগঞ্জে এনে গ্রেফতার করেছে। তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। এর আগে, ২০২০ সালের ২৭ ডিসেম্বর ওই বাসের হেলপার রশিদ আহমদকে ছাতকের বুরাইরগাঁও থেকে গ্রেফতার করা হয়।
২৬ ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগরে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে একা হয়ে পড়েন তিনি। ওই সময় চালক ও হেলপার তাকে যৌন হয়রানীর চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ভুক্তভোগীর স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে। পুলিশ বাসটি উদ্ধার করে।
ওই ঘটনায় বাসচালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। ওই ছাত্রী বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক