চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ৫০০ ছাড়াল

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী ৫০০ ছাড়াল
নিউজটি শেয়ার করুন

 

প্রাণোঘাতি করোনা মহামারির মধ্য দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টর ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৬ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

 

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত দুটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

 

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে যে সাম্প্রতিক দশকগুলোতে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নাটকীয়ভাবে বেড়েছে। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এর ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর প্রায় ৩৯ কোটি মানুষ এ জ্বরে আক্রান্ত হয় বলে অনুমান ডাব্লিউএইচও’র।

 

সংস্থাটির মতে, ডেঙ্গুর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা পেলে আক্রান্তদের মৃত্যুর হার এক শতাংশেরও নিচে নেমে আসে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ