ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০
চরফ্যাশন : চরফ্যাশনের দুলারহাটে তৃতীয় শ্রেনী পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোস্তফা(৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
এঘটনায় দুপুরে ভিক্টিম শিশুর মা বাদী হয়ে একজনকে আসামী করে দুলারহাট থানায় অভিযোগ দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামে মাকসুদুর রহমান একাডেমি (কেজি স্কুল)’র নির্জন কক্ষে এঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা একই বাড়ির মৃতঃ সামসুল হকের ছেলে।
ভিক্টিম শিশুর মা অভিযোগে দাবী করেন, অভিযুক্ত মোস্তফা এবং তারা একই বাড়িতে বসবাস করেন। সম্পর্কে মোস্তাফা শিশুর চাচা হন। ঘটনারদিন দুপুরে তার শিশুকন্যা বাড়ি সংলগ্ন মাকসুদুর রহমান একাডেমি (কেজি স্কুল) পাশে খেলছিলো। এসময় মোস্তফা তার শিশুকন্যাকে ফুসলিয়ে স্কুলের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশু কন্যার ডাকচিৎকারে প্রতিবেশী এক নারী ছুটে এলে মোস্তফা পালিয়ে যায়। শিশুটির মাকে বিষয়টি জানালে তিনি দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, ভিক্টিম শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক