ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরহাট বাজারে শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরীফুল ইসলাম (১৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে বাজারের শাহ স্টুডিওর মালিক।
উপজেলার দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, হাজিরহাট বাজারের শাহ স্টুডিওর মালিক শরীফুল ইসলাম দোকানের আইপিএসের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনেরা শরীফকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক