চরফ্যাশনে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের সংবর্ধনা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

চরফ্যাশনে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের সংবর্ধনা
নিউজটি শেয়ার করুন

 

এম,নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান এর বিদায় উপলক্ষে প্রেসক্লাব কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

 

 

প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাবেক সভাপতি কায়সার আহমেদ দুলাল, সহ-সভাপতি আবু সিদ্দিক, আমির হোসেন, সদস্য আমিনুল ইসলাম।

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও আল নোমান ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উপজেলার শতভাগ নাগরিকের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে থাকবেন।
বিদায়ী ইউএনও আল নোমান বলেন, আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি।

 

 

মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি শতভাগ পালন করার চেষ্টা করেছি। আমার দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের আবদার রাখতে পারিনি। তাই বিদায় বেলায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ