চরফ্যাশনে প্রেমের টানে যুবতীকে নিয়ে যুবক উধাও

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

নিউজটি শেয়ার করুন

 

চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের প্রেমের টানে যুবতীকে নিয়ে যুবক পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

মেয়ে নিখোঁজের ঘটনায় বাবা আব্দুল মান্নান ১৫ সেপ্টম্বর দুলারহাট থানায় সাধারন ডাইরি করেছেন। দুলারহাট থানার ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানাযায়, দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আব্দুল মান্নানের মেয়ে তাইয়্যেবার সাথে গত ১৫ আগস্ট আহাম্মদপুর ইউনিয়নের মোস্তফা পন্ডিতের ছেলে মোঃ সামসুদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর সে বাবার বাড়িতে ছিলো। বিয়ের ২৬দিনের পর ১২ সেপ্টম্বর বাবা বাড়ি থেকে সে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়। মেয়ে নিখোঁজের পর বাবা আবদুল মান্নান দুলারহাট থানায় একটি সাধারন ডাইরি করেন।

 

মেয়ের বাবা আব্দুল মান্নান জানান, নীলকমল ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খলিল বেপারীর ছেলে প্রিন্স রানা তার সদ্য বিবাহিত মেয়ে তাইয়্যেবাকে ফুসলিয়ে নিয়ে উধাও হয়ে যান। সদ্য বিবাহিত মেয়েকে খুঁজে না পেয়ে ১৫ সেপ্টেম্বর থানায় একটি সাধারন ডায়েরী করেছি।

 

স্থানীয়রা জানান, তাইয়্যেবা ও প্রিন্স রানা পরস্পর আত্নীয়। পুর্ব থেকেই তাদের প্রেম প্রনয় চলছিলো। তাইয়্যেবা সর্ম্পকে তার (প্রিন্স রানা) চাচাতো বোনের মেয়ে। সদ্য বিবাহিত চাচতো বোনের মেয়েকে ভাগিয়ে নিয়ে মামা প্রিন্স রানা ঢাকায় বিয়ে করেছেন বলে লোক মুখে গুঞ্জন চলছে। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

দুলারহাট থানার ওসি মুরাদ হোসেন জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় মেয়ের বাবা আব্দুল মান্নান থানায় সাধারন ডাইরি করেছেন। প্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান সংনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ