ঘর দেওয়ার কথা বলে স্ট্যাম্পে মুক্তিযোদ্ধার স্ত্রীর সই নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

ঘর দেওয়ার কথা বলে স্ট্যাম্পে মুক্তিযোদ্ধার স্ত্রীর সই নেওয়ার অভিযোগ
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল: বরিশালে এক মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারি বরাদ্দের ঘর দেওয়ার কথা বলে স্ট্যাম্পে প্রতিবন্ধী ছেলে ও তার মায়ের সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে অসহায় মুক্তিযেদ্ধা পরিবারের কাছ থেকে ঘর দেওয়া বাবদ চার লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর বিরুদ্ধে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশালের আগরপুর রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা মো. মিলন হওলাদারের প্রতিবন্ধী ছেলে মো. নজরুল ইসলাম হাওলাদার।

 

এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী ছেলে নজরুল বাদী হয়ে ১ সেপ্টেম্বর সাবেক ওই মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৬৮।

 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নজরুল বলেন, চলতি বছরের ২৯ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেওয়ার কথা বলে তাকে ও তার বৃদ্ধা মাকে ডেকে নেয় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী। এ সময় তাপসী তার সরকারি কোয়াটারে বসে প্রতিবন্ধী ও তার মায়ের একশ টাকার দুটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে সই নেয়।

 

এ ঘটনার পরে তারা স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারে মুক্তিযোদ্ধাদের ঘর পেতে কোনো স্ট্যাম্পে সই লাগে না এবং তাপসী ঘর দেওয়ার ক্ষমতাও রাখে না। পরে তারা ওই সই করা স্ট্যাম্প ফেরত চাইলে সেটি না দিয়ে ঘোরাতে শুরু করেন। একইসঙ্গে চার লাখ টাকা দাবি করেন।

 

দাবি করা টাকা না দিলে ভুক্তভোগীদের উজিরপুর উপজেলায় থাকা জমি অন্যের কাছে বেচে টাকা নেবে বলে হুমকি দেন। পরে তারা স্ট্যাম্প ফেরত চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর স্বামী মনিরুজ্জামান মনির হাওলাদারকে চার নম্বর সাক্ষী রাখা হয়েছে। কারণ হিসেবে ওই স্ট্যাম্প ফিরিয়ে দেওয়ার জন্য স্বামী মনিরুজ্জামানও তাপসীকে অনুরোধ জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

 

সংবাদ সম্মেলনে তাপসী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের কথা বলে লিখিত বক্তব্যে তুলে ধরা হয়।

 

এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সার্জেন্ট জাহাঙ্গীর জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ওর বাবা একজন মুক্তিযোদ্ধ ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। আমরাও এর ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।

 

অভিযোগের বিষয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ