ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
বরিশাল : বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় সুমন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার ভোরে উপজেলার বার্থী তারা মায়ের মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি উল্টে দুই আরোহী আহত হয়েছেন।
নিহত সুমন উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের মেয়াজউদ্দিনের ছেলে।
গুরুতর আহতাবস্থায় মো. ফয়সাল (২৩) ও মো. রাজুকে (২৪) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব জানান, মোটরসাইকেলের ধাক্কায় আহত সুমনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক