ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২
ষষ্ট শ্রেণীতে পড়ুয়া চাচাতো ভাগ্নিকে (১১) ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আত্মগোপণে থাকা মামা হাফিজ হাওলাদারকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। আটককৃত হাফিজ গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারে অভিযান পরিচালনা করে হাফিজকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, আজ শনিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মে একই বাড়ির স্কুল ছাত্রী চাচাতো ভাগ্নির মুখ চেঁপে ফাঁকা ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হাফিজ। এ ঘটনায় নির্যাতিতার নানী রুবিনা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হাফিজ পলাতক ছিলো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক