ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২
গৌরনদী উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, বরিশাল এক্সপ্রেস পরিবহনের এক বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি খাদে পড়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তবে বাসের যাত্রীরা অক্ষত রয়েছে। এ ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, মোটরসাইকেল চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেজ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক