গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বসতবাড়ির জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের শহিদুল ইসলাম (৪০) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

 

স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

আজ রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত শহিদুল ইসলাম জানান, একইবাড়ির এচাহক হাওলাদার, শাহাদাত হাওলাদার গংদের সাথে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে কাউকে না জানিয়ে আমার গাছের ডাল কেটে নিয়ে যায় প্রতিপক্ষরা। একইদিন রাতে প্রতিপক্ষ এচাহাক হাওলাদার ও শাহাদাত হাওলাদারের কাছে গাছের ডাল কেটে নেওয়ার বিষয়টি জানতে চাইলে অতর্কিতভাবে হামলা চালিয়ে শহিদুলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

 

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এচাহাক হাওলাদার ও শাহাদাত হাওলাদার।

 

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ