গৌরনদীতে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

গৌরনদীতে ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল: বরিশালের গৌরনদীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৩) অপহরণ করে ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার (২০ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

জানা যায়, উপজেলার গাউসিয়া আবেদীয় সুন্নীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে আব্দুস সালামের মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের সুবাদে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওই মাদ্রাসাছাত্রীকে এক বন্ধুর সহায়তায় অপহরণ করে আব্দুস সালাম। এরপর দুইদিন তাকে বরিশাল আটকে রেখে ধর্ষণ করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, রোববার ধর্ষিতার মা বাদী হয়ে আব্দুস সালাম ও তার এক বন্ধুকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রোববার দুপুরে উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ