ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
বরিশাল : দালানের ছাঁদের টবে গাঁজা চাষ করার অপরাধে জেলার গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লা থেকে গাঁজা গাছসহ চাষী সাইফুল মোল্লা (৩০) নামের একজন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাইফুল ওই মহল্লার ছাদের মোল্লার পুত্র।
এঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম, হুমায়ুন কবির, পিনাকীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাসেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে একটি দালানের ছাঁদে টব লাগানো তিন ফুট গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা চাষী সাইফুল মোল্লাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক