ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩
বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে গত শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষার পর বর্ষাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে রাতে ডা. শিউলি সমাজপতির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন বর্ষা। গতকাল শনিবার সকালে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক।
তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুই বাচ্চা ও তাদের মা সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তান হওয়ায় আমাদের পরিবারে খুশির বন্যা বইছে।
হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোনো হাসপাতালে এই প্রথমবার একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। একসঙ্গে তিন বাচ্চার জন্ম দেওয়ায় হাসপাতালের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক