ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৩
লিটন চৌধুরী, রৌমারী প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎ চালিত মোটর পাম্পের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাহি আক্তার ও বিন্দু আক্তার নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এছাড়াও মারিয়া আক্তার নামের এক শিশু শিক্ষার্থী আহত হন। বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রৌমারী উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের মেয়ে মাহি আক্তার (৮) ও বুদ্ধি মিয়ার মেয়ে বিন্দু আক্তার (৬)। এছাড়া ফজলুল হকের মেয়ে শিশু মারিয়া আক্তার (৮) আহত হন। তাঁদের সবার বাড়ি সোনাপুর গ্রামে। তাঁরা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএইচএম সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাদ দিয়ে তিনি জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে প্রথম গোসল করেন ওই তিন শিশু। এরপর দ্বিতীয় বার বাড়িতে এসে বিদ্যুৎ চালিত মোটর পাম্পে গোসল করতে যান তাঁরা। মোটর পাম্পের টিউবয়েল চাপতে গেলে প্রথমে বিদ্যুতায়িত হন মাহি আক্তার। পরে তাঁকে ছাড়াতে গিয়ে বিদ্যুতায়িত হন অপর দুই শিশু বিন্দু আক্তার ও মারিয়া আক্তার।
পরে শিশুদের চিৎকারে স্বজনরা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলেই শিশু বিন্দুর মৃত্যু হয় এবং আহতবস্থায় শিশু মাহি আক্তারকে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত শিশু মারিয়াকে স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আাবসিক চিকিসক ডা.সাবরিনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুশাহেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক