ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮ অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিনসহ মো. নুরুজ্জামান (৩৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পাতাবুনিয়া গ্রামের বটতলা বাজারে ৩টি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুজ্জামান উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের রুস্তম আলী ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বটতলা বাজারে র্যাব অভিযান চালায়। এসময় গ্রেফতার নুরুজ্জামানের দোকান থেকে ৪০১ কেজি, কাজল দেবনাথের দোকান থেকে ৫৩৩ কেজি ও শংকর দেবনাথের দোকান থেকে ৬৩ কেজি, সর্বমোট ৯৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া র্যাব-৮ নুরুজ্জামানকে গ্রেফতার করলেও অপর দুই ব্যবসায়ী পালিয়ে যায়।
এ অভিযানে সহযোগিতায় ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োক্যামিস্ট মো. মোনতাছির রহমান।
পরে জব্দকৃত পলিথিন ও নুরুজ্জামানকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে নুরুজ্জামানসহ অন্য দুই ব্যবসায়ীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. ইফতেখারুজ্জামান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক