ঢাকা ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্যাডে ‘খালেদা জিয়াকে অমর হোক’লেখায় মানহানির অভিযোগ করে উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান এবং সদস্য সচিব মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী রাসেল রানা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসার মধ্যে কারারুদ্ধ অবস্থায় এখনো জীবিত রয়েছেন। কিন্তু সোনারগাঁ উপজেলা বিএনপি তাকে মৃত ঘোষণা করে অমর হিসেবে লিপিবদ্ধ করেছে; যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। যারা এ কাজের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে বিএনপির একজন কর্মী হিসেবে আমি এ মানহানি মামলা দায়ের করেছি। আশা করি তাদের বিরুদ্ধে সারা দেশেই মামলা হবে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি তাদের অধীনে থাকা ১০টি ইউনিটের আহবায়ক কমিটি গঠন করে। আর এ কমিটির দলীয় প্যাডে বেগম খালেদা জিয়াকে অমর ঘোষণা তথা মৃত করা হয়েছে। এতে খালেদা জিয়ার মানহানি হওয়ায় রাসেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
তবে এ মামলার প্রতিক্রিয়ায় সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন বলেন, এটা আমাদের প্রিন্টিং ভুল ছিল। কমিটির চিন্তা করতে গিয়ে আমরা প্যাডের উপরের দিকে খেয়াল করিনি। এজন্য আমরা বিএনপিসহ সব নেতাকর্মীদের কাছে ক্ষমাপ্রার্থী। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল। ভুল তো মানুষই করে। যেহেতু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা করব।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্যাডে ১০টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেন। সেই সঙ্গে নবগঠিত কমিটির তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন ও গণমাধ্যম কর্মীদের হাতেও পৌঁছে। আর সেই কাগজের উপর দিকে মাঝ বরাবর লেখা রয়েছে ‘খালেদা জিয়া অমর হোক’। আর এ লেখা নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে চলছে নানা সমালোচনা।
তবে এ বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান জানিয়েছিলেন, প্রেসের লোকেরা এটি ভুল করেছে। বিষয়টি নজরে আসামাত্রই আমরা পরিবর্তন করেছি। সঠিক কাগজটি পরবর্তীতে চূড়ান্ত করে সব পর্যায়ে পাঠানো হয়েছে। তারপরও এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক