খল অভিনেতা ডনের মায়ের মৃত্যু

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

খল অভিনেতা ডনের মায়ের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

বিনোদন ডেস্ক : ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডনের মা মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় ঢাকার নিজ বাড়িতে মারা যান তিনি (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

মায়ের মৃত্যুর বিষয়টি ডন নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মা। আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। উনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।আমার মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন।

বগুড়া সদরের দত্তবাড়িতে ডনের পৈত্রিক নিবাস। সেখানে মায়ের মরদেহ নিয়ে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অনেক আগেই ডন তার বাবাকে হারিয়েছেন। এরপর থেকেই অভিনেতার মা মার্কিন মুলুকে বসবাস করতেন। জানা গেছে, দশ ভাইবোনের সবার ছোট চলচ্চিত্রের এই খল চিত্রতারকা।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ