ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কবিরুল ইসলাম (৫৫) করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গাজী কবিরুল ইসলাম উপজেলার বর্ষাপাড়া গ্রামের গাজী রোকন উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১ সপ্তাহ আগে করোনা নিয়ে গাজী কবিরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
গাজী কবিরুল ইসলামের মৃত্যু সংবাদ কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও হিরণ ইউনিয়নবাসীর মাঝে শোকের ছায়া নেমে আছে।
মৃত্যুকালে গাজী কবিরুল ইসলাম স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ এশার বর্ষাপাড়া মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক