ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
আগামী বছরের ২ জানুয়ারি থেকে পুনরায় খুলবে কুয়েতের বিমান বন্দর সমুদ্রবন্দর ও স্থলপথ। সোমবার ২৮ ডিসেম্বর কুয়েতের মন্ত্রীপরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম কতৃক জানা যায়, আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর ২০২১ সালের (২ জানুয়ারি) থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে।
দেশটির সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলার সিদ্ধান্ত নিয়ছে। যুক্তরাজ্যে নতুর ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পর থেকে দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেয় কুয়েত।
এদিকে ভারত,বাংলাদেশ, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি থাকলেও ১৫ ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা পৌছাতে পারে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক