কুয়াকাটায় ৭টি রাজ কাঁকড়া অবমুক্ত

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২

কুয়াকাটায় ৭টি রাজ কাঁকড়া অবমুক্ত
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাতটি রাজ কাঁকড়া অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় প্রাথমিক চিকিৎসা শেষে ঝাউবাগান এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে কাঁকড়াগুলো অবমুক্ত করা হয়।

 

এর আগে সকাল ৬টার দিকে সৈকত সংলগ্ন ভারানির খালে জেলেদের পাতা জাল থেকে রক্তাক্ত এসব কাঁকড়া উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিস।

 

ওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, সকালে গবেষণার কাজে গঙ্গামতি এলাকায় যাওয়ার পথে এসব কাঁকড়া উদ্ধার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে এটি মূল্যবান সম্পদ। এর বৈজ্ঞানিক নাম কার্টিনোকরপস রোটাংডিকরোডা। এর রক্ত নীল। প্রায় ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় এদের জীবন্ত জীবাষ্ম বলা হয়।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দেশে এ কাঁকড়ার চাহিদা না থাকলেও বিদেশে এর চাহিদা প্রচুর। তবে এ কাঁকড়া বিলুপ্তির পথে।

 

পটুয়াখালী বন বভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, এটা ভালো উদ্যোগ। বিরল প্রজাতির এসব প্রাণী বাঁচিয়ে রাখা সবার কর্তব্য। জেলেদের এসব কাঁকড়া শিকারে নিরুসাহিত করতে কয়েকবার প্রশিক্ষণ দেয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ