কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৩

কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক
নিউজটি শেয়ার করুন

 

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন- বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)।

 

 

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপরে বরিশালের হিজলা উপজেলা থেকে আগত রাজিব সরদার নামে এক পর্যটকের সঙ্গে অটোরিকশায় বসা নিয়ে ওই তিনজনের প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পর্যটককে তারা মারধর করে গলা চেপে ধরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে টহলরত ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণিক তাদের আটক করে।

 

 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করতে সক্ষম হই। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ