ঢাকা ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি হোটেল থকে বন্যপ্রাণী তক্ষকসহ কবির হোসেন (৫৫) নমের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি পাঁচতারা হোটেল থেকে তক্ষকসহ তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে কেউ তক্ষক নিয়ে ওই হোটেলটিতে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। এসময় তার কাছে থেকে তক্ষকটি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক