কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর
নিউজটি শেয়ার করুন

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এটিতে ভাঙচুর চালানো হয়।

 

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান ভাস্কর্য পরিদর্শন করেন। তিনি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইউএনও রাজিবুল ইসলাম খাঁন বলেন, কে বা কারা ভাঙচুর করেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত শুরু করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ভাস্কর্যের পাশে পুলিশ মোতায়েন করা রয়েছে বলেও তিনি জানান।

 

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ঐক্যপরিষদের ত্রি-বার্ষিক সম্মলনে যোগদানের প্রাক্কালে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ ও কুষ্টিয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

 

মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন।

 

ব্রিটিশ ভারতে বাঙালিসহ ভারতবর্ষের সব জাতিসত্তার স্বাধীনতার সংগ্রাম ছিল একসূত্রে গাঁথা। প্রধান লক্ষ্য ছিল- ইংরেজদের বিতাড়িত করা। ইংরেজ ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন, তাদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যিনি ‘বাঘা যতীন’ নামে বেশি পরিচিত। দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে অপরিসীম সাহস তাকে বিপ্লবীদের প্রথম সারিতে স্থান দিয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ