কুমিল্লা সিটি নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবির লাঠিচার্জ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

কুমিল্লা সিটি নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিজিবির লাঠিচার্জ
নিউজটি শেয়ার করুন

 

কুমিল্লা সিটি নির্বাচনে ১নং ওয়ার্ডের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সাথে বিজিবি সদস্যদের কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ধাওয়া দেওয়া হয় এবং এ সময় লাঠিচার্জ করা হয়।

 

পরবর্তীতে নৌকার সমর্থকরা স্লোগান দেন এবং সিনিয়র নেতৃবৃন্দ তাদের কর্মী সমর্থকদের সরিয়ে নিলেন পরিস্থিতি শান্ত হয়।

 

নৌকার সমর্থকরা অভিযোগ করে বলেন, জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়া ভোটারদের কিনে নিচ্ছেন, এ অভিযোগে নৌকা দলীয় সমর্থকরা স্লোগান শুরু করলে বিজিবি সদস্যরা পরিস্থিতি অনুকূলে আনতে ধাওয়া ও লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ