ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
কিশোরগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে এসে সাদেক হোসেন নামে এক রোহিঙ্গা শরণার্থী যুবক আটক হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। কাগজপত্রে তিনি বাবার নাম মোহাম্মদ হোসাইন ও মায়ের মা লতিফা বলে উল্লেখ করেছেন।
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনিসুর রহমান জানান, সাদেক হোসেন ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে কাগজপত্র জমা দিয়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পাসপোর্ট করতে চেয়েছিলেন। সকালে তার সাক্ষাৎকার নেয়ার সময় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের জেরার মুখে পরে অবশেষে নিজে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।
তিনি আরও জানান, পাসপোর্ট করতে কাগজপত্রে তিনি জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে তার বাড়ি উল্লেখ করেছিলেন। এ ব্যাপারে নিয়ামতপুর গ্রামের ইমাম হোসেন নামের এক ব্যক্তি তাকে সাহায্য করে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক এ ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক