ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
বরিশাল : নগরীর কাশিপুর এলাকায় চাঁদাবাজীকালে এক ভূয়া সাংবাদিককে গণধোলাই দেয়ার খবর পাওয়া গেছে। ওই ভূয়া সাংবাদিকের নাম নাহিন ভূঁইয়া।তার বিরুদ্ধে কাশিপুর এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করার অভিযোগ ছিল। বৃহস্পতিবার কাশিপুর বাজার সংলগ্ন ব্যারিস্টার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
গণধোলাইর পর ভূয়া সাংবাদিক নাহিন ভূঁইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, নাহিন ভূইয়া নামের ওই যুবক একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে কাশিপুর এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে উত্যক্ত করতো। ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা নেয়া ছিলো তার নিত্যপেশা। এছাড়া তার নিজেরই ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে। যারা তাদের কথা না শুনতো তাদের মারধর করতো।
বৃহস্পতিবার এই গ্রুপ কাশিপুর এলাকায় সশস্ত্র মহড়াও দেয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হযে ভূয়া সাংবাদিক নাহিনকে গনধোলাই দেয়।
এলাকাবাসী শাওন ইসলাম ও নওরোজ মাহামুদ বলেন, এই গ্রুপটি এলাকায় মাদক কেনা বেচার সাথেও জড়িত।
বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন ইসলাম। তিনি বলেন, কথিত ওই সাংবাদিক একজন মাদকাসক্ত।
মারধরের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শুনেছি। তাছাড়া যাদের উত্যাক্ত করতো তারাও থানায় অভিযোগ দিয়েছেন। আর সাংবাদিক পরিচয়দানকারী ওই যুবকও লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ ঘটনায় ব্যবস্থা গ্রহন করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক