ঢাকা ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
জিাহদুল ইসলাম, কালিয়াঃ নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্ডিরগর স্কুল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বড়নাল শাপলা সংঘের আয়োজনে ও ফ্লাইং অফিসার (জিডি পাইলট) রাজু মল্লিকের সৌজন্যে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আটলিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (৫ জুন) বিকালে বড়নাল চন্ডিরগর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় আটলিয়া একাদশ বড়নাল শাপলা সংঘ একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে।
খেলা শেষে মল্লিক মাজারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জহরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বড়নাল ইলিয়াছাবাদ ইউপির চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম, বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্যাা সেলিম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ষ্ট্যাফ রিপোর্টার কাজী শরিফুল ইসলাম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মল্লিক রাজু আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক