ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজারে কথিত ডাঃ নাইম মোল্যা(৩০) নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন। ২৫ সেপ্টেম্বর বিকেলে তাকে এ জরিমানা করা হয়। নাইম মোল্যা উপজেলার কৃষ্ণ পুর গ্রামের আমির হোসেন মোল্যার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কথিত ওই ডাক্তার নাইম মোল্যার প্রয়োজনীয় কোন শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বে প্রাকটিসের পাশাপাশি অনুমোদনহীন ডায়াগনস্টিক ও সার্জিক্যাল ক্লিনিক পরিচালনা করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর কথিত ডাঃ নাইম ও তার চাচা রবিউল ওরফে বিপুল এর ভুয়া চিকিৎসার বিষয়টি মিডিয়ার মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসলে পরদিন ১২ সেপ্টেম্বর অভিযান পরিচালনা করা হয়। এ সময় কথিত ডাক্তার নাইম মোল্যা পালিয়ে গেলেও রবিউলকে আটক করে ২০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়।
অতঃপর উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা আবারও ব্যবসা শুরু করায় ২৫ সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ভুয়া ডাক্তার নাইম মোল্যাকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন এর কার্যালয়ে হাজির করা হয়। অতঃপর ২০১০ সালের মেডিকেল ও ডেন্টাল আইনের ২৯(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ভূয়া ডাক্তার ক্ষিপ্ত হয়ে মোবাইল ভেঙ্গে ফেলতে উদ্যত হন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক