কালিয়ায় ওপেন হাউজ ডে পালিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

কালিয়ায় ওপেন হাউজ ডে পালিত
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল :: আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে নড়াইল জেলার কালিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৫ জুলাই) দুপুর ১২ টায় থানার হলরুমে সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কালিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী পাচার রোধ, অনলাইন প্রতারণা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং এর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

 

 

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম এর সঞ্চালনায় ও সহকারী পুলিশ সুপার ( কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী।

 

 

এছাড়া ও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র মোঃ ওয়াহিদুজ্জান হীরা, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরি, ওসি ( তদন্ত ) রতনুজ্জামান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ