কালিয়ায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে সরকারি স্থাপনা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

কালিয়ায় অবৈধ বালু উত্তোলনে ঝুঁকিতে সরকারি স্থাপনা
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, কালিয়াঃ নড়াইলের কালিয়ায় সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে ইজারা নেওয়া প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এতে ঝুঁকির মুখে পড়েছে ঘরবাড়ী ও সরকারি ইউনিয়ন ভূমি অফিসসহ গাজীরহাট বাজার।

 

উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় প্রশাসনের বেঁধে দেওয়া সীমানা লংঘন করে এবং বেঁধে দেওয়া সময়ের বাইরে গিয়ে বালু উত্তোলন করছে ওই প্রতিষ্ঠান বলে জানা যায়। এ নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছে ওই বাজারের ব্যবসায়ীরা। তারা সীমানার মধ্যে বালু উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সালেহা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ তাজু শেখ বলেন, আমরা সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন করছি। তবে সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার স্থিরচিত্র দেখালে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

 

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। যদি সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

উল্লেখ্য, ১৪২৯ বাংলা সালের জন্য উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় ৮একর জায়গায় বালু উত্তোলন করার জন্য জেলা পরিষদ থেকে ৫কোটি ৯৮লাখ টাকায় ইজারা নেন সালেহা এন্টারপ্রাইজ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ