কাতারে দোকানে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

কাতারে দোকানে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত
নিউজটি শেয়ার করুন

 

কাতারে একটি মোটরসাইকেল দোকানে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশি ও দুজন পাকিস্তানি। নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি ফেনীতে। অপরজনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

 

 

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাতারের ফিরোজ আবদুল আজিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত তিন বাংলাদেশি হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মীর হোসেন, ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিন মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মাহফুজ ও অপরজন লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে।

 

 

দাগনভূঞার জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ