ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৩
বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ১৩ অনুসারী। অন্যদিকে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের ৭ অনুসারী কাউন্সিলর হয়েছেন। এর বাইরে নির্বাচনে বহিষ্কার হওয়া বিএনপিপন্থী ১৯ জনের মধ্যে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, বর্তমান মেয়র সাদিককে নৌকার মনোনয়ন বঞ্চিত করে চাচা খোকন সেরনিয়াবাত নৌকার টিকিট পাওয়ার পর বরিশাল আওয়ামী লীগ দুই ভাগ হয়ে যায়। এ কারণে প্রায় সব ওয়ার্ডে আবুল খায়ের আবদুল্লাহ ও তার ভাতিজা মেয়র সাদিক আবদুল্লাহর পাল্টাপাল্টি কাউন্সিলর প্রার্থী ছিল। এ কারণে কেন্দ্রের বাইরে বেশ উত্তেজনা দেখা দেয়।
খোকন সেরনিয়াবাতের অনুসারীদের মধ্যে নির্বাচিত কাউন্সিলরা হলেন— ২০ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব, ২২ নম্বরে আনিছুর রহমান দুলাল, ২৩ নম্বরে এনামুল হক বাহার, ২৬ নম্বরে হুমায়ন কবীর, ১০ নম্বরে জয়নাল আবেদীন, ১৬ নম্বরে সাহিন সিকদার ও ২৫ নম্বরে আওয়ামী লীগের সুলতান মাহমুদ।
সাদিক আবদুল্লাহর অনুসারীদের মধ্যে নির্বাচিত কাউন্সিলররা হলেন— ২ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান মুন্না, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ আবিদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে কেফায়েত হোসেন রণি, ৬ নম্বর ওয়ার্ডে খান মো. জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন রয়েল, ১৪ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম পলাশ, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আক্তারুজ্জমান হিরু, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নাঈমুল ইসলাম লিটু, ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাইয়েদ আহমেদ মান্না, ২৯ নম্বর ওয়ার্ডে ইমরান মোল্লা ও ৩০ নম্বরে আওয়ামী লীগের খাইরুল শাহীন।
বিএনপি থেকে বহিষ্কৃতদের মধ্যে ৯ জন নির্বাচিত হয়েছেন। বিজয়ী সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা হলেন, ৩ নম্বরে বিএনপির বহিষ্কৃত হাবিবুর রহমান ফারুক, ৮ নম্বরে সেলিম হাওলাদার, ৯ নম্বরে সৈয়দ হুমায়ন কবীর লিংকু, ১৮ নম্বরে জিয়াউল হক মাসুম, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ, ২৮ নম্বরে হুমায়ুন কবীর, সংরক্ষিত ৯ নম্বরে সেলিনা বেগম, ১০ নম্বরে রাশিদা পারভীন ও ৬ নম্বরে মজিদা বোরহান।
এছাড়া জামায়াতে ইসলামীর চার নেতা চারটি ওয়ার্ডে নির্বাচন করেন। এর মধ্যে ২৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক