ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুর ড্রেজারে উঠতে গিয়ে পা ফসকে পড়ে আবদুল রহমান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের বানাই-কৈখালী খালের শেরেবাংলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল রহমান উত্তর চেঁচরী গ্রামের মৃত রফেজ হাওলাদারের ছেলে ও ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত) ফিরোজা বেগমের স্বামী।
চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী জানান, আবদুল রহমান হাওলাদার ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারে উঠতে গেলে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক