ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
কাঁচা মরিচের ঝাঁজ বেড়েই চলেছে। ঝাঁজ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে এখন মাত্র ১শ গ্রাম কাঁচা মরিচ কিনতে হচ্ছে ১০০ টাকায়। অর্থাৎ এক কেজি কাঁচা মরিচের দাম এখন এক হাজার টাকা।
সারাদেশের মতো কাঁচা মরিচের সেই ঝাঁজ লেগেছে ঢাকার বাজার গুলোতেও। জেলার সব এলাকাতেই কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার এই অনুষঙ্গের দাম।
শনিবার (১ জুলাই) সকালে শহরের বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৬০০ টাকায় বিক্রি হলেও দুপুর থেকে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকা দরে।
তবে শহরের চেয়ে গ্রামের বাজারগুলোতে আরও বেশি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিন উপজেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৮০০ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়।
ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজি এবং বাজার মনিটরিং না করার কারণে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে।
ফারুকী বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ফারুক মিয়া জানান, গতকাল শুনছিলাম ৬০০ টাকা কেজি। আজ আইসা দেখি ৮০০ টাকা কেজি। তাই মরিচ না নিয়েই চলে যাচ্ছি।
ফারুক মিয়ার মতো অনেক ক্রেতাই বাজার ঘুরে কাঁচা মরিচ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন।
বিক্রেতা হিরণ মিয়ার দাবি, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক