কাঁচামরিচ ২২০ টাকা, অন্য সবজির দামও ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

কাঁচামরিচ ২২০ টাকা, অন্য সবজির দামও ঊর্ধ্বমুখী
নিউজটি শেয়ার করুন

 

দুইশ বিশ টাকায় ঠেকেছে কাঁচামরিচের কেজি, পঞ্চাশ টাকার নিচে মিলছে না শাকের আঁটি। প্রতি পিস পেঁপে ও চাল কুমড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় মিললেও কুড়িগ্রামে জিয়া বাজারে প্রকার ভেদে ষাট থেকে একশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সবজি। অন্যদিকে সিমের কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা ।

 

এ জন্য ব্যবসায়ীরা বন্যার দোহাই দিলেও সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা।

 

ঢাকা শহরের বাসিন্দা রাশেদ সরকার। চাকরি করেন পপুলার হাসপাতালে। মাছ মাংস বাদে সবজির জন্য তার শুক্রবারের বরাদ্দ ছিল তিনশ টাকা। আটশ টাকাতেও ব্যাগের তলানিতে শাকসবজি। বাজারে মধ্যবিত্তদের যখন ঘাম ছুটছে তখন নিম্নবিত্তদের অবস্থা আরও করুণ।

 

ক্রেতা বলেন, আগে সবজি এককেজির নিচে কিনতাম না। যে দাম বাড়ছে তা দ্বিগুণ হয়ে গেছে।

 

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পরপর চারদফা বন্যায় শাক-সবজির ক্ষেত নষ্ট হয়েছে, ফলে স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম।

 

ব্যবসায়ীরা জানান, বাজারের সরবরাহ কমে থাকায় সবজির দাম কমতেছে না। প্রতিদিন দাম উর্ধ্বমূখী।

 

এ অবস্থায় অজুহাত খাড়া করার পেছনে কোন সিন্ডিকেট আছে কি না খতিয়ে দেখার দাবি সচেতন মহলের।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ