কলেজ ছাত্রীকে ইভটিজিং, বানারীপাড়ায় মামা-ভাগ্নের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

কলেজ ছাত্রীকে ইভটিজিং, বানারীপাড়ায় মামা-ভাগ্নের বিরুদ্ধে মামলা
নিউজটি শেয়ার করুন

 

বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে দশম শ্রেণীর এক বখাটে ছাত্রের বিরুদ্ধে ইভটিজিং করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ইভটিজিং এর শিকার ওই এইচএসসি পরীক্ষার্থীর পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে বখাটে জিসান ও তার মামা মেহেদী হাসানের বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

মামলা সুত্রে জানা গেছে বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী মনিরুল ইসলামের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী (১৮) ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে তাদের বাসা সংলগ্ন বন্দর বাজারের ফেরী ঘাটের শহর রক্ষা বাঁধের ওপর এক বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়। এসময় সেখানে বখাটে জিসান ওই এইচএসসি পরীক্ষার্থীকে নাম ধরে ডাকাসহ যৌন হয়রানী করে। ওই কলেজ ছাত্রী এর প্রতিবাদ করায় দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে বখাটে জিসান মুঠোফোনে তার মামা মেহেদী হাসানকে ডেকে আনে। মেহেদী ঘটনাস্থলে আসার পূর্বে ওই কলেজ ছাত্রী বাসায় চলে যায়। পরে মেহেদী ওই কলেজ ছাত্রীর বাসায় গিয়ে এ বিষয়টি কাউকে না জানাতে এবং মামলা না করতে তার পরিবারকে শাসিয়ে আসে। এসময় সে কলেজ ছাত্রী ও তার পিতাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশসহ নানা ধরণের হুমকি-ধামকিও দিয়ে আসে।

 

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বখাটে মামা-ভাগ্নেকে গ্রেফতারের চেষ্টা চলছে ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ