কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে জখম

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

নিউজটি শেয়ার করুন

কলাপাড়া জমি সংক্রান্ত বিরোধে আমিনুল হাওলাদার (৩৮) নামের কৃষক কে পিটিয়ে রক্তাক্ত জখন করেছে প্রতিপক্ষরা।

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার(৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শান্তিপুর গ্রামে।

 

ওই গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে আহত আমিনুল হাওলাদার জানান, শুক্রবার সকালবেলা নিজের জনিতে চাষবাদ করতে মাঠে যাই। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে লাঠি, রড দিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য রাজ্জাক রাজ্জাক, আনোয়ার মাস্টার, খলিলুর রহমান সহ ৫/৬ জন লাঠি সেটা নিয়ে আমাকে মারধর করে, এতে আমি অজ্ঞান হয়ে যায়।

 

আমার স্ত্রীর মনিরা বেগম আমাকে বাঁচাতে গেলে স্ত্রীকে শ্রীলতাহানি চেষ্টা চালায়। এ ঘটনায় আমিনুল বাদী হয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, এবং অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ