ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে কলাপাড়া থানা-পুলিশ। রোববার থেকে অভিযান চালিয়ে বরিশাল, বরগুনা, পিরোজপুর ও আমতলী এলাকা থেকে তাঁদের আটক করে গতকাল সোমবার রাতে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরগুনার আমতলী উপজেলার রাকিব খন্দকার ও তামিম মুসল্লি (২২), বরিশালের বানারীপাড়ার রুবেল হাওলাদার (৩৪), পিরোজপুরের স্বরূপকাঠির সোহেল শেখ (৩০) আর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মো. হাসান খান (২২)।
পুলিশ জানায়, ১১ জুন একটি মোটরসাইকেল চুরির খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। একদিন পর নীলগঞ্জ থেকে একটি মোটরসাইকেলসহ হাসানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলসহ আরও চারজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আটক ব্যক্তিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। সোমবার রাতে তাদের কলাপাড়া থানায় নিয়ে আসা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক