কলাপাড়ায় গাছ চাপায় এক জনের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী: বাড়িব গাছ কাটার সময় গাছ চাপায় কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের সুকডুবি গ্রামের ফজলুর রহমান’র ছেলে মোঃ নাসির (৩৪) নিহত হয়েছেন। এসময় নিহতর ছেলে রিয়াল (৯) ও প্রতিবেশী মজিবুর রহমান’র ছেলে মোঃ তাইফুর (১৩) গুরুতর আহত হয়েছে।

 

আহত দুইজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।

 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ডাবলুগঞ্জ ইউনিয়নের সুকডুবি গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা বেগম জানান, নিহত নাসির নিজের বাড়ির রেন্ড্রি গাছ কাটার সময় গাছটি অর্ধেক কেটে বাকি অংশ রশি দিয়ে টেনে মাটিতে ফেলতে গেলে গাছটি দ্রুতই নিচে পড়ে ঘটনাস্থলে চাপা পড়ে নিহত হন। এসময় তার ছেলে ও প্রতিবেশী আহত হয়।

 

মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ