ঢাকা ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
কলাপাড়ায় মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে বয়স্ক নারী শেফালী বেগম (৫০) কে দুই পা কুপিয়ে গুরি গুরি করে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে মোঃ আল আমিন (৩৫) ও পুত্রবধূ পারভীন (২৫) কে পিটিয়ে জখম করে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মস্তফাপুর গ্রামে এ বর্বর হামলার ঘটনা ঘটে।
আহত পারভীন জানান, কয়েকদিন ধরে তাদের বাড়ির রাস্তার সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী মোবারক ফকির, কাশেম ফকির, বাবুল ফকির, নাসির ফকির ও মিরাজ সহ ১০/১২ জন ঘরের সামনে এসে কোন কথাবার্তা ছাড়াই শেফালী বেগম কে পিটিয়ে রক্তাক্ত করে, পরে ধারালো চাকু দিয়ে দুই পা ক্ষতবিক্ষত করে পঙ্গু করে দেয়। এ সময় বাঁচাতে গিয়ে আমাদের ওপর হামলা চালায় ওইসব সন্ত্রাসীরা।
কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: মো. মাহমুদুর রহমান বলেন, শেফালির অবস্থা খুবই আশঙ্কাজন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক