ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
কলাপাড়ায় মাটির কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা অবৈধ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের ৪ নং ধানখালী গ্রামে।
জানাগেছে, মাটি কাটার শ্রমিক কামাল হাওলাদার (৩৭) ও জুলহাস চকিদার (৬৫) ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ গাজীর বাড়ির উত্তর পাশে নুরু গাজীর বাড়ির সামনে মাটির কাজ করছিল, এমন সময় মাটির নিচে থাকা অবৈধ বিদ্যুতের লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়।
স্থানীয়রা ওই দুই শ্রমিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক